পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 অতি দীর্ঘকক্ষ লোম পড়ে উরু পর
 নাভি ঢাকে দাড়ি গোঁফে বিশদ চামর।

 ববম-বম ববম-বম বলতে-বলতে লামাকে আসতে দেখে সবাই তটস্থ, ভালোমানুষ হয়ে বসল। লামা বললেন—“তোমরা সব কি বৃথা তর্ক করছ? দেখ তর্ক কি ভয়ানক ব্যাপার, কোথায় তোমরা পড়া পড়বে, না, হাতা—হাতি বাধিয়েছ ভায়ে-ভায়ে—”

 অভেদ হইল ভেদ এ বড় বিরোধ
 কি জানি কাহারে আজি কার হয় ক্রোধ!
 ভ্রান্তজীব অন্ত না বুঝিয়ে কর দ্বন্দ্ব,
 কারো কিছু ঠিক নাই কেবল কহ মন্দ;
 উভয়ের মন তোরে মন্ত্রণা আমি কই,
 তর্কে নাহি মেলে কিছু গণ্ডগোল বই;
 শুন বাক্য গুরুবাক্য করেছে প্রামাণ্য;
 একে পঞ্চ পঞ্চে এক, নাই কিচ্ছু অন্য!

 লামা-ছাগল লেকচার শেষ করলেন অমনি বোকা ছাগলের দল জাতীয় সঙ্গীত শুরু করে দিলে—

 জটজালিনী ক্ষুরশালিনী,
 শিংঅধারিণী গো—
 ঘনঘোষিণি ঘাস-খাদিনি,
 গৃহ-পোষিণি গো।
 চ্যেঁ ভ্যেঁ প্যেঁ পোঁ।

১০৫