পাতা:বুড়ো আংলা-অবনীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 “শোনো তবে, প্রথমে মালির বাড়ি কেমন তা বলি শোনো,” বলে খটাস খনার বচন আরম্ভ করলে:

 চৌদিকে প্রাচীর উচা কাছে নাই গলি কুচা
 পুষ্প বনে ঢাকে রবি শশি
 নানা জাতি ফোটে ফুল উড়ি বৈসে অলি কুল
 কোকিল কুহুরে দিবা নিশি।
 মন্দ-মন্দ সমীরণ বহে সেথা অনুক্ষণ
 বসন্ত না ছাড়ে এক তিল!

 রিদয় বলে উঠল—“এখানে তো ফুলের গন্ধ মোটেই পাচ্ছিনে! তবে এটা মালির ঘর নয়।”

 “আচ্ছা, গন্ধে-গন্ধে বোঝো এটা তেলির বাড়ি কিনা,” বলেই খটাস আবার শুরু করলে:

 সরষের ঝাঁঝে তেলি হাঁচে ফ্যেঁচ-ফ্যেঁচ
 বলদেতে ঘানি টানে ঘ্যেঁচ-ঘ্যেঁচ ভ্যেঁচ।

 নেউল বাতাসে নাক উঁচিয়ে বললে—“কই হাঁচি তো পাচ্ছে না! তবে এটা তেলির বাড়ি নয়, মালির বাড়িও নয়।”

 “কুমোর বাড়ি কিনা দেখ তো,” বলে খটাস শোলক আওড়ালে:

 হাঁড়ি পাতিল ঠুকুর ঠাকুর কলসীর কাঁধা
 পাতখোলার সোঁদা গন্ধ কুমোর বাড়ি বাঁধা।

 রিদয় এদিক-ওদিক নাক ঘুরিয়ে বললে—“নাঃ, কোনো গন্ধই পাচ্ছিনে!”

১৭২