পাতা:বেণীসংহার নাটক.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె 8 বেণীসংহার নাটক । শক্ৰদেরো গাঢ় আলিঙ্গিয়া —সেই শেষ আলিঙ্গন জন্মান্তরে পুন যার নাহি সম্ভাবনা— ত্যজিব এ ছার দেহ– হয়ে তপ্ত কিম্ব তৃপ্ত যা হয় হোকৃ না । কিন্তু না—শোকের বিষয় আমার কিছু বলবার নেই । তব পুত্র বৃষসেন মমানুজ দুঃশাসন —রণে হত হ’ল। কি বুঝাব আমি তোমা, তুমিই বা মোরে কিবা বুঝাবে তা বল ॥ সুন্দ —যে আজ্ঞে মহারাজ ! ( প্রস্থান ) দুৰ্য্যো —একি ! রথচক্রের শব্দ শোনা যাচ্চে না ? সারথি ।—মহারাজ ! রথচক্রের শব্দটা যেন ক্রমেই আরও বৃদ্ধি হচে । দুৰ্য্যো –পরিজনেরা নিশ্চয়ই রথ নিয়ে এসেচে। যাও, তুমি রথ সজ্জিত কর গে। সারথি ।—যে আজ্ঞে মহারাজ ! ( প্রস্থান করিয়া পুনঃ প্রবেশ ) দুৰ্য্যো –(অবলোকন করিয়া) এখনও তুমি রথে ওঠে নি ? সারথি ।—পিতা ও জননী, সঞ্জয়ের সঙ্গে রথে আরোহণ করে” মহারাজকে দর্শন করতে এসেছেন। দুৰ্য্যো –হায় হায়! দৈব কি গৰ্হিত কৰ্ম্মই করেচেন। সারথি ! তুমি যাও, শীঘ্র রথ নিয়ে এসো, আমিও পিতৃ-দর্শন পরিহার করে একাস্তে অবস্থান করি,গে ।