পাতা:বেণীসংহার নাটক.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 বেণীসংহার' নাটক । গান্ধ! —তোমার পিতা কিম্বা বিছর যা বলবেন তাই করবে। সঞ্জ —রাজন্‌! সেই কথাই ঠিকৃ। দুৰ্য্যে। —সঞ্জয়! এখনও কি কিছু উপদেশ দেবার আছে ? সঞ্জ —মহারাজ ! যত দিন প্রাণ থাকে, ততদিনই বিজিসিয়ু নৃপ তিদের উপদেশ দেওয়া জ্ঞানীদের কর্তব্য । দুৰ্য্যো –(সক্রোধে ) ভাল, এখন জ্ঞানীর উপদেশটা কি শোনা যাক । - ধৃত –বৎস! সঞ্জয় তো ঠিকই বলছেন—এতে রাগ করবার কি আছে ? যদি তুমি এখন প্রকৃতিস্থ হয়ে থাকে, তা হলে আমিই তোমাকে বলচি শোনে । - দুৰ্য্যো –বল পিতা বল । - ধৃত –বৎস! অধিক আর কি বলব, যুধিষ্ঠিরের প্রাথিত পণ স্বীকার করে’ এখন সন্ধি কর । - দুৰ্য্যো।-দেখ পিত! মা পুত্র-স্নেহে বিহ্বল হয়ে, সঞ্জয় নিৰ্ব্বদ্ধিতার বশে, এইরূপ যা-ইচ্ছা তাই বলচেন ; আপনারও মোহ উপস্থিত, অথবা পুত্রনাশ-জনিত হৃদয় জরে আপনিও অভিভূত। বাস্থদেবের যে সন্ধির প্রস্তাব আমরা শতভ্রাতায় মিলে তখন অবজ্ঞার সহিত একেবারে অগ্রাহ করেছিলেম, এখন পিতামহ, আচাৰ্য, অনুজ ও নৃপ-মণ্ডলীর বিনাশ দেখে, শুধু দেহের মায়াবশে,—উদাত্ত পুরুষদের যা লজ্জার বিষয়,—সেই দুঃখনিবারক সন্ধি কিনা দুৰ্য্যোধন আজ পাণ্ডবদের সঙ্গে স্থাপন করবে ? তা ছাড়া সঞ্জয়, তুমি তো একজন নীতিজ্ঞ ব্যক্তি— তুমি তো জানো –