পাতা:বেণীসংহার নাটক.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । రి ধরণীর ভার, তাত ! - বিনা-শোকে করছ রহন | এর বিপরীত হলে মহারাজের ক্ষাত্রধৰ্ম্ম লঙ্ঘন করা হবে। ( নেপথ্যে মহা কোলাহল ) গান্ধ! —(শুনিয়া সভয়ে ) সঞ্জয় ! এ কি !—হাহাকার-মিশ্রিত তুর্য্যধ্বনি শোনা যাচ্চে না ? সঞ্জ —হাহাকার করে এরূপ ভারুজন এথানে কোথায় ? ধৃত –বৎস সঞ্জয় ! এই হাহাকার যে ক্রমেই বিস্তৃত হচ্চে— জানো দিকি এর কারণটা কি—নিশ্চয় একটা কিছু ভয়ানক কাণ্ড ঘটেচে। দুৰ্য্যো —তাত ! যতক্ষণ না আর কিছু অশুভ সংবাদ শোনা যায়, ততক্ষণ অনুগ্রহ করে আমাকে রণস্থলে অবতরণ করতে অনুমতি দিন । গান্ধ। —জাদু ! মুহূৰ্ত্তকাল তুমি এখানে থেকে আমাকে আশ্বস্ত কর । ধৃত –বৎস! যদি তুমি যুদ্ধে যাবে বলে কৃতনিশ্চয় হয়ে থাকে, তা হলে শক্রকে বরং গোপনে বধ করবার উপায় চিন্ত কর । দুৰ্য্যো –চোখের সম্মুখে দেখি হত বন্ধুজনে শক্রবধ অমুচিত কপটে গোপনে। ন পারির করিতে যা প্রকাশু আহবে —সে কাৰ্য্য করিয়া বল কিবা ফুল হবে ? গান্ধ! —জtছু! তুমি এখন একাকী—কে তোমাকে সাহায্য করবে ?