পাতা:বেণীসংহার নাটক.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । δΣ Σ (রথারূঢ় ভীমাৰ্জ্জুনের প্রবেশ । ) ভীম –ওগো সুযোধনের অনুজীবিগণ ! কেন তোমরা বৃথা ভয়াকুল হয়ে ইতস্তত বিচরণ করচ ?—তোমাদের কোন ভয় নাই। দ্যুত-ছল-প্ৰবৰ্ত্তক, জতুগৃহ-দাহ-কারী, কৃষ্ণ-কেশ-বস্ত্রাকর্ষী জুরাত্মা যে জন ; পাণ্ডবেরা যার দাস ;–দ্রোণাচাৰ্য্য, দুঃশাসন অনুজ-শতের যে গো সুহৃদ উত্তম ; —কোথা সেই অভিমানী দুর্য্যোধন ? রোষ ভরে আসি নাই হেথা তারে করিতে দর্শন ॥ ধৃত –সঞ্জয়! ও দুর্মতির এ যে দারুণ ভৎসনা । সঞ্জ —তাত ! অপ্রিয় কাৰ্য্য সমস্ত শেষ করে’ এখন অপ্রিয় বাক্য বলতে আরম্ভ করেছে। দুৰ্য্যো।—সারথি । দুজনকেই গিয়ে বল, আমি এইখানেই আছি। সারথি ।—যে আজ্ঞে মহারাজ । ( তাহাদের নিকটে গিয়া ) শোনো ওগো ভীম অর্জুন ! মহারাজ পিতামাতার সহিত ঐ বট-বৃক্ষের ছায়া-তলে আছেন । অৰ্জু —মহাশয়! ক্ষমা করবেন। পুত্ৰশোকা পিতামাতাকে এখন দর্শন করে বিরক্ত করব না—এখন আমরা তবে যাই। ভীম –মূঢ় ! সদাচার যে অলঙ্ঘনীয়। গুরুজনদের প্রণাম না করে’ যাওয়াটা উচিত হয় না । (নিকটে গিয়া ) সঞ্জয় ! গুরুজনদের