পাতা:বেণীসংহার নাটক.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অস্ক । S \\0 ংবাদ দিতেছি শুধু— ভুজ-বল-শ্লাঘা কিম্বা মাহি করি বৃথা অহঙ্কার ; যেই গুরুতর কাজ পুত্র-পৌত্র করে তব —তুমি তাত সাক্ষী আছ তার ॥ দুৰ্য্যো –ওরে পবন-তনয়! তোর নিন্দিত কাজের জন্য বৃদ্ধ রাজার কাছে আবার আত্ম-শ্লাঘা করচিস ? তা ছাড়া ৪— তুমি ভীম, তুমি পার্থ, সেই যুধিষ্ঠির, আর নকুল ও সহদেব ভাই দুইজন —তোমাদের ভার্য্যা সেই দ্যুত-দাসী—তার কেশ সভামাঝে মমাজ্ঞায় করে আকর্ষণ । যে সকল নৃপগণে বধিলে তোমরা রণে তাহাদের কি বা দোষ এই বৈর-কাজে ? বাহুবীৰ্য্য-ধন-মদে ঘোর-মত্ত যে গো আমি আমারে জিনিলে তবে দৰ্প তব সাজে ॥ ওরে দুরাত্মা ! সে তোর অসাধ্য। (সক্রোধে উঠিয়া বধ করিতে উদ্যত ) ধৃত –( ধরিয়া বসাইয়া দিলেন ) ভীম –(ক্রোধে প্রজ্জলিত ) অৰ্জু।—দাদা ! এতে রুষ্ট হচ্চ কেন ? কাজে না করিতে পারি? মোদের অপ্রিয় বচনে করিছে এবে-ধর্তব্য কি ও ? শত ভ্রাতৃ-বধে দুঃখী কহিছে প্ৰলাপ, তাহে দাদা বল দেখি কিসের সন্তাপ ?