পাতা:বেণীসংহার নাটক.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ বেণীসংহার নাটক। ভীম –ওরেরে ভরত-কুল-কলঙ্ক । রে কটু-প্রলাপ-ভাষি না যদি গো করিতেন গুরুজন মোরে নিবারণ, গদায় চুর্ণিয়া অস্থি সদ্য তোরে পাঠাতাম সে দুঃশাসনের সদন ॥ তা ছাড়া, মুঢ় ! । তব কুল-পদ্ম-বনে প্রমত্ত বারণ যে গে। —সেই ভীম হলেও কুপিত —কু-ৰূপ তুই যে অতি— তবুও যে এতদিন ধরাতলে আছিল জীবিত, তাহার কারণ, তোর অদৃষ্টে ছিল রে দেখ। বিদারিত ভ্রাতৃ-বক্ষঃস্থল। আর, স্ত্রীলোকের মত নেত্র হতে বিসর্জন অনর্গল শোক-অশ্রজল ৷ দুৰ্য্যো –আমি তোমার মত কটুক্তি-মুখর নই। কিন্তু – অচিরে বন্ধুর। তব সমর-অঙ্গনে মুগু দেখিবে তোমায় —ভীম-ভূষা-বিভূষিত গদা-ভগ্ন-বক্ষ-ক্রত শোণিতধারায় ॥ ভীম –(হাসিয়া) তোমার কথা কি অবিশ্বাস করতে পারি ?-- তুমি ঠিকই বলচ—আমার মৃত্যু তৈা আসন্ন—তবু তোমাকে একটা কথা বলি শোনোঃ—