পাতা:বেণীসংহার নাটক.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক। עצ\ל ל রিপুদের সঙ্গে দেখ ভানুও হইল অস্তগত, করহ একত্রে এবে —রণস্থলে সৈন্ত আছে যত ॥ উভয়ে —যে আজ্ঞে । ( প্রস্থান ) নেপথ্যে –ওরে রে গাওঁীব-ধারী মহাবল অর্জুন ! অর্জুন –তুই এখন কোথায় যাস ? কর্ণ-ক্রোধে এতদিন বিজয়ী ধনুক আমি করিয়াছিলাম বিসর্জন শূর শুন্ত রণস্থলে তাইতে বৰ্দ্ধিত হয় তব বাহু-বীৰ্য্য-পরাক্রম। শস্ত্রত্যাগী অবিজিত পিতা মোর, তার শির শেছদ-কথা করিয়া স্মরণ পাণ্ডু-পুত্র-প্রলয়াগ্নি দ্রৌপদ-সৈন্ত-নাশী দ্ৰৌণী দেখ করে আগমন ॥ ধৃত –( শুনিয়া সহর্ষে ) বৎস জুর্যোধন ! দ্রোণের অপমানে ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে ঐ দেখ বীরবর অশ্বথামা এসেছেন । পিতা অপেক্ষাও ওঁর সমধিক বল ; আর উনি শিক্ষাবান, দেবতুল্য ; অতএব তুমি এগিয়ে গিয়ে ওঁকে অভ্যর্থনা কর। গান্ধ।-যাও যাদু, ওঁর অভ্যর্থনা করগে। দুৰ্য্যো —তাত জননি! অঙ্গরাজের বধাভিলাষী বৃথা-যৌবন বল-শস্ত্রধারী এই বীরকে নিয়ে আমাদের কি হবে ?