পাতা:বেণীসংহার নাটক.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ՏՏ :) সেই সে শইশবের চঞ্চল অঙ্গের ধূলি বস্ত্র মোর করিয়াছে মান ; অনুজ-নিধন-শোকে অতি-প্রণয়ের বশে যদি সে বলিয়া থাকে অপ্রিয় বচন ; —তোমারাসমীপে বৎস কাতর মিনতি মোর— ক্রোধ পুষি’ রেখে না গো মনে বহুক্ষণ | সঞ্জ —যে আজ্ঞা তাত । ( উত্থান ) ধৃত –আর যদি এ কথা গ্রাহ না করে, তাহলে এইরূপ বলবেঃ– অযথা কথায় ভুলি তোমার অমন পিতা করিয়া গো শস্ত্র বিসর্জন সহিলা যে সেইরূপ ঘোরতর অপমান তাহা এবে তুমি বৎস করিয়া স্মরণ সেই দুৰ্য্যোধন-উক্তি মন হতে করি দুর বল-বীৰ্য্য আত্মা-মাঝে কর আনয়ন ॥ সঞ্জ —যে আজ্ঞে তাত । ( প্রস্থান ) দুৰ্য্যো –সারথি । আমার যুদ্ধের রথ সজ্জিত কর । সারথি ।—যে আজ্ঞা মহারাজ । ( প্রস্থান ) ধৃত।—গান্ধারি । এখান থেকে এসে আমরা এখন মদ্র-রাজ শল্যের শিবিরে যাই। বৎস! তুমিও সেখানে চল। (সকলের প্রস্থান ) ইতি পঞ্চম অঙ্ক ।

  • .