পাতা:বেণীসংহার নাটক.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अझ । যুধিষ্ঠির ও দ্রৌপদী আসীন। দাসী ও কন্ধুকী দণ্ডায়মান। যুধি –(সচিন্ত ভাবে নিঃশ্বাস ফেলিয়া) ও ! কি কষ্ট, কি কষ্ট । ভীষ্ম-রূপ মহার্ণব —আসিয়াছি মোরা তার পারে ; দ্রোণানল নিৰ্ব্বাপিত হইল গো যে-কোন-প্রকারে ; কর্ণ আশীবিষ-সৰ্প —হয়েছে সে বিগত পরাণ ; মদ্র-অধিপতি শল্য —সেও তো গো গেছে স্বৰ্গ-ধাম । ভীম যে সাহস-প্রিয়, অল্প যার আছে বাকি সাধিতে বিজয়, —প্রতিজ্ঞা-বচনে তার করিয়াছে মোসবার জীবনসংশয় | - দ্ৰৌ।-(সাশ্র-লোচনে) মহারাজ ! তার চেয়ে বল্পে না কেন, পাঞ্চালী হতেই এই জীবন-সংশয় ব্যাপার উপস্থিত হয়েচে । যুধি -কৃষ্ণ ! আমি তো—(কর্কুককে অবলোকন করিয়া) দেখ বুধক ! কধু —আজে মহারাজ ! যুধি –আমার নাম করে সহদেবকে এই কথা বল –কুদ্ধ বৃকো