পাতা:বেণীসংহার নাটক.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38w বেণীসংহার নাটক। স্বাক্ষ।-রাজন ! তোমার চিত্ত যদি রিপুজয়ে বিমুখ হয়ে থাকে, তবে সেখানে গিয়ে আর কি হবে ? —যে-কোন স্থানে হোক প্রাণত্যাগ করলেই তো হয়। কধু –(সরোষে) ধিক্ ! এ তে মুনি-সদৃশ কথা নয়, এ যে তোমার রাক্ষসের মত কথা, রাক্ষ –(স্বগত) কি সৰ্ব্বনাশ! আমাকে জানতে পেরেচে না । কি ? (প্রকাশ্বে ) ও গো কণ্ডুকি ! দেখ, অর্জুন ও দুৰ্য্যোধন এখন গদ্য-যুদ্ধে প্রবৃত্ত ; আর, দুৰ্য্যোধনের ভুজ-বল গদাতেই। রাজর্ষি এখন শোকাৰ্ত্ত হয়েছেন, তার আবার কোন অনিষ্ট পাছে শুনতে হয় সেই ভয়ে ঐ কথা বলেছিলেম। - যুধি -(অশ্রু মোচন করিয়া) সাধু মহর্ষি সাধু ! তুমি বন্ধুর মতই বলেচ । - কধু —মহারাজ ! আপনি যে দেব-তুল্য, আপনি এখন সামান্ত লোকের মত ক্ষত্রিধৰ্ম্ম ত্যাগ করতে উদ্যত t যুধি –দেখ জয়ন্ধর । বাহু-দণ্ড যাহাঁদের স্থল দৃঢ় পরিঘ-সমান, কুবের বরুণ ইন্দ্র —ততোধিক যারা বীৰ্য্যবান, সেই ভীমাৰ্জ্জুন-দ্বয়ে - দেখি এবে ধরাশায়ী রণে কুতাৰ্থ হইল রিপু, —ইহা অামি দেখিব কেমনে ?