বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8\ বেণীসংহার নাটক। নিঃক্ষেপ করচেন। রক্ষা কর, রক্ষা কর । (ৰ্তাহীদের উভ. য়ের সম্মুখে পতিত হইয়া) মহারাজ ! দেবি ! আপনার করচেন কি ? যুধি।—দেখ বুদ্ধিমতিকে ! দ্রৌপদী নাথ-হারা হয়ে, আর আমি প্রিয় অনুজ-হারা হয়ে, আমরা যা করতে পারি তাই করচি । ওঠে, জল নিয়ে এসে । দাসী –যে আজ্ঞে মহারাজ । ( প্রস্থান করিয়া পুনঃপ্রবেশ ) জয় মহারাজের জয় ! যুধি –পাঞ্চালি ! তুমি তবে এখন তোমার অনুরক্ত বৃকোদরের ও প্রিয় অর্জুনের উদক-ক্রিয়ার অনুষ্ঠান কর। দেী -মহারাজ, তুমি কর—আমি ততক্ষণ অগ্নি-মধ্যে প্রবেশ করি । - যুধি – দেখ, লোকাচার অনতিক্রমণীয় ; আচ্ছা বাছ, জল নিয়ে এসে । দাসী –(তথা করণ) যুধি —(পদ প্রক্ষালন ও আচমন করিয়া ) এই জল গাঙ্গেয় গুরুদেব শান্তনু-নন্দন প্রপিতামহ ভীষ্মকে—এই জল পিতামহ চিত্ৰবীৰ্য্যকে । ( সাশ্রলোচনে ) তাত! এইবার তোমার পাল । এই জল স্বৰ্গস্থ গুরুদেব পিতা স্বগৃহীত নাম মহারাজ পাণ্ডুকে। আজ হতে আর নাহি - পাবে জল আমার এ হাতে ; তোমারে ও জননীরে দেই জল, পিয়ে এক সাথে ।