পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & ο বেণীসংহার-নাটক। প্রতি) বাছা! তুমিও দেবীর ভ্রাত ধৃষ্টদ্যুম্নকে কিম্বা নকুলসহদেবকে বল ;–এখন ভীমাৰ্জুন অস্তগত, এই অসহায় অবস্থায় মহারাজের আর পরিত্রাণ কোথায় ? ( নেপথ্যে কোলাহল ) ওগো সমস্ত-পঞ্চক নিবাসিগণ! দেখ, রক্তাস্বাদন-মত্ত যক্ষ-রক্ষ পিশাচীভূত বেতাল—আর কক্ষ গৃএ জন্মুক উলুক বায়স প্রভৃতিরাই এখন অবশিষ্ট—যোদ্ধাদের আর কোথাও দেখা যাচ্চে না। আমাকে দেখে তবে আর ভয় করচ কেন ? যাজ্ঞসেনী এখন কোথায় বল দিকি ?—আমি কি তার লক্ষণ বর্ণনা করব ? আচ্ছ শোনো – তাড়ন করিয়া উরু দুঃশাসন লীলাচ্ছলে বস্ত্র যার করে উন্মোচন, আর যার মস্তকের কবরী খুলিয়া দেয় কেশগুচ্ছ করি আকর্ষণ, —সেই সে দ্রৌপদী দেবী— বল দেখি মোরে, তিনি কোন স্থানে আছেন এখন ? কঃ —হ দেবি যজ্ঞ-বেদি সন্তবে! তুমি এখন অনাথ, তাই তোমাকে সেই কুরু-কুলঙ্ক দুর্যোধন অপমান করতে আচে। যুধি।-(সহসা উঠিয়া) পাঞ্চালি! ভয় নাই, ভয় নাই। কে আছে এখানে ? আমার ধনুর্বাণ শীঘ্র নিয়ে আয়। দুরাত্মা দুৰ্যোধন! আয়! এই বাণ-বর্ষণে তোর গদা-কৌশল সস্তুত ভূজদৰ্প চূর্ণ করি। আর দেখ, করুকুলাঙ্গার ! জরাসন্ধ-শত্রু সেই প্রিয় অনুজেরে মোর দেখিয়া নিহত