পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tS বেণীসংহার নাটক। তবে, বাহু যুদ্ধেই দুরাত্মাকে গাঢ় আলিঙ্গন করে’, তার পর । অগ্নি-মধ্যে প্রবেশ করি । (কটি বন্ধন ) কধু —দেখ দেবি ! দুঃশাসন-আকৃষ্ট নেত্র-রোধী এই কেশ-পাশ এইবার বন্ধন কর। আর প্রতীকারের আশা নাই। শীঘ্র চিতার নিকটে এসো । যুধি –ন না, সেই দুরাত্মা দুৰ্য্যোধন নিহত না হলে কেশ বন্ধন করা উচিত নয় । । ভীম –দেখ পাঞ্চালি! দুঃশাসন যে চুল খুলে দিয়েচে,—আমি বেঁচে থাকৃতে—সে চুল নিজের হাতে কখনই তুমি বাধতে পারবে না । - - ( দ্রৌপদী ভয়ে পলায়ানোদ্যত ) ভীম –ভীরু ! দাড়াও দাড়াও-- এখন কোথায় যাচ্চ ? ( কেশ ধরিতে উদ্যত ) - যুধি –(সবেগে আসিয়া ভীমকে আলিঙ্গন ) দুরাত্মা ! ভীমাৰ্জুন শক্ৰ ! হতভাগা দুৰ্য্যোধন ! আশৈশব প্রতিদিন অপরাধ করি’ পদে-পদে, ছুটি রাজপুত্রে তুই । বধিলিরে মত্ত ভুজ-মদে । এবার পেয়েছি তোরে মোর এই ভুজ-অভ্যন্তরে, । না পাবি যাইতে তুই প্রাণ লয়ে এক-* অন্তরে ॥ ভীম –এ কি ! মুযোধন মনে করে’ দাদা আমাকে এরূপ নির্দয়