পাতা:বেণীসংহার নাটক.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক । - وا» دا ভীম –প্রিয়ে! মনে আছে যা আমি তোমার কাছে প্রথমে বলে’ গিয়েছিলেম ? ("চলন্ত ভুজ-ঘূর্ণিত গদার আঘাতে” ইত্যাদি পুনরাবৃত্তি ) দ্ৰে —মনে আছে বৈকি। আর শুধু মনে থাকা নয়-এখন আবার তা প্রত্যক্ষ দেখুচি। ভীম –দেখ, দুঃশাসন যে বেণী খুলে দিয়েছিল, যে বেণী ধাৰ্ত্তরাষ্ট্রকুলের কাল-রাত্রি-স্বরূপ, সেই বেণী—এস প্রিয়ে—এইবার বেঁধে দি । দ্ৰে —অনেক দিন চুল বাধি নি—এ কাজ একেবারে ভুলেই গিয়ে ছিলেম, তোমার প্রসাদে আবার আমার সে শিক্ষা হবে। ভীম –( বেণীবন্ধন ) নেপথ্যে। মহাসমরাগ্নির দগ্ধ-শেষ রাজন্যকুলের স্বস্তি হোক! যার কেশ উন্মোচনে, পাণ্ডুপুত্ৰ নৃপতির ক্রোধান্ধ হইয়া অতি প্রবেশি সমরে দিশি দিশি রাজাদের অন্তঃপুর-নারীগণে মুক্ত-কেশ করিল গো চিরকালতরে ; সেই কৃষ্ণা-কেশ-পাশ কুরু-ধূম-কেতু-প্রায় —এবে তার হইল বন্ধন । প্রজার নিধনে এবে হউক বিরাম, আর কল্যাণ লভুক নৃপগণ ॥ যুধি –দেবি দেখ, এই নভস্তল বিহারী সিদ্ধ-পুরুষেরা তোমার বেণীসংহার হ’ল বলে’ আনন্দ প্রকাশ করচেন।