পাতা:বেণীসংহার নাটক.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 বেণীসংহার নাটক । পাঞ্চাল-চুহিতা যবে । এ বৈধব্য করেন বহন ॥ দ্ৰৌ —ওলো বুদ্ধিমতিকে ! নাথকে বল, আমার অপমানে আর কারই বা কি কষ্ট হয়েচে ? । দাসী –যে আজ্ঞে ঠাকুরাণি ! ( ভীমের নিকটে আসিয়া, অঞ্জলিবদ্ধ হইয়া) কুমার! আজি দেবীর এ অপেক্ষাও অধিক কোপের কারণ আছে। । ভীম।—কি ? এর চেয়েও অধিক ?—বল বল । মুক্তবেণী এই কৃষ্ণ –যিনি কুরুবংশ-বনে মহা ঘোর ধুম-শিখা সম– এর গাত্র পরশিয়া; সেই কুরু-দাবানলে । কে করে পতঙ্গ-আচরণ ? : , দাসী –গুমুন কুমার । আজ দেবী মায়ের সঙ্গে, স্বভদ্র প্রভৃতি সপত্নীবৰ্গে পরিবেষ্টিত হয়ে, গান্ধারী ঠাকুরাণীর পাদবন্ধন করতে গিয়েছিলেন। । - ভীম –ঠিকই করেছিলেন, কেন ন গুরুজনেরা প্ৰণম্য ; তার পর, তার পর ? . . . দাসী।—তার পর ফিরে আসবার সময়, দেবীকে ভানুমতী দেখতে পেলেন— । ভীম –(সক্রোধে) আঃ! শক্ৰ-পত্নী দেখতে পেলে ? ঠিক্‌ ! ঠিক ! এ স্থলে দেবীর ক্রোধ হবারই কথা। তার পর, তার পর ?