পাতা:বেণীসংহার নাটক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ বেণীসংছার নাটক। চলন্ত-ভুজ-ঘূর্ণিত প্রচণ্ড সে গদার আঘাতে চুর্ণি দুৰ্য্যোধন-উরু, ঘন-রক্ত-লিপ্ত সেই হাতে মুক্তকেশ তব, দেধি । বন্ধন করিয়া দিবে মাথে | ত্রেী।—নাথ ! কুপিত হলে তোমার অসাধ্য কি আছে ? তোমার ভ্রাতারাও যেন সৰ্ব্বপ্রকারে এ কার্য্যে অমুমোদন করেন। সহ -এ কার্য্য আমাদেরও অনুমোদিত । ( নেপথ্যে মহা কোলাহল ) সকলে –(সবিস্ময়ে শ্রবণ ) ভীম – মন্থ-দও সঞ্চালনে অর্ণব-সলিলে যার গহবর প্লাবিত, —সে মন্দর-গিরি হতে সুগভীর ধ্বনি যথা হয় সমুখিত, শত ভেরী ঢঙ্কা-নাদে প্রলয়-সংঘট-ঘটা যথা নিনাদিত, কৃষ্ণা-ক্রোধ অগ্রদূত কুরুপতি-বধ-রূপ ঘোর ঝঞ্চ1-সম —সিংহ-প্রতিধ্বনি প্রায়— কে এ ছন্দুভি ঘোর করে গো বাদন ?