পাতা:বেণীসংহার নাটক.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক । "לל জ্ঞামোজেকে যাহাঁদের মোহ-তমো-গ্রন্থিচয় হয়েছে বিগত —সাত্ত্বিক সে মুনিগণ কোনরূপে র্যাহারে গো করেন দর্শন, যিনি—কি জ্যোতি, কি তম– দুয়েরি অতীত, যিনি দেব সনাতন —র্তাহারে কেমনে বল জানিবে গো স্বরূপত অজ্ঞানান্ধ জন ? মৈত্রেয় মহাশয় ! গুরুজনেরা এখন কি কাজে প্রবৃত্ত ? কধু —এখন কি কাজে প্রবৃত্ত, কুমার স্বয়ং গেলেই সব জানতে পারবেন। ( প্রস্থান ) নেপথ্যে –( কোলাহল ) ওগো ! ভ্রুপদ, বিরাট, বৃষ্ণি, অন্ধক, সহদেব প্রভৃতি আমাদের সেনাপতিগণ । আর, কৌরব সৈন্তের প্রধান ধোদ্ধাগণ ! তোমরা সকলে শ্রবণ কর – সত্যভঙ্গ-ভীরুজন যত্নে যাহা করিলা স্থগিত, শান্ত জন শান্তি-তরে চাহিল যা হইতে বিস্তৃত, . সেই সে ক্রোধেয় জ্যোতি, হয়ে আলোড়িত ঘোর দূতের মন্থনে, হইয়া বৰ্দ্ধিত আরো নৃপস্থত দ্রৌপদীর কেশ-আকর্ষণে, যুধিষ্ঠির-চিত্ত-মাঝে হয়ে উদ্ভাসিত কুরু-বনে দেখ এবে হয় প্রকাশিত ॥