পাতা:বেণীসংহার নাটক.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক { R☾ কঙ্কুকী ও দুর্য্যোধনের প্রবেশ । দুৰ্য্যো –কে একজন বেশ একটা কথা বলেচে ৪— কি নিভৃতে, কি সাক্ষাতে— কি বহুল কি অলপ— আপনি, কি অন্তের দ্বারায়, শত্রুর অনিষ্ট যদি করা যায় কোনমতে, কি আনন্দ হয় গো তাহtয় ॥ তাই, দ্রোণ কর্ণ জয়দ্ৰথ প্রভৃতির দ্বারা আজ অভিমনু নিহত হয়েচে শুনে, আমার হৃদয় আহ্নাদে উচ্ছসিত হয়ে উঠেচে। কধু —মহারাজ ! আপনার যেরূপ শস্ত্র-শিক্ষার প্রভাব, তাতে এ অতি দুষ্কর কাজ नंबू, আর কর্ণ জয়দ্ৰথ প্রভৃতিরই বা এতে শ্লাঘার বিষয় কি আছে ? রাজা –বিনয়ন্ধর! কি বলুচ তুমি ?—ছিন্ন-ধনু নিরস্ত্র বালক অনেকের দ্বারা নিহত হয়েচে ? দেখ ঃ– পুরোভাগে শিখণ্ডিরে করিয়া স্থাপন বৃদ্ধ ভীষ্মে পাণ্ডবেরা করিল নিধন। এ যেরূপ তাহীদের শ্লাঘার রিষয় —সেও আমাদেরো তাই, জানিবে নিশ্চয়। কধু --(অপ্রতিভ হইয়া) মহারাজ ! আমার তা বলবার অভি প্রায় নয়—আমার কথাটা ওরূপ ভাবে গ্রহণ করবেন না। তবে কি না, আপনার পৌরুষের ব্যাঘাত ইতিপূৰ্ব্বে আমরা কখন দেখিনি, তাই ঐরূপ নিবেদন করছিলেম। রাজা –সে কথা সত্য। কিন্তু এ তুমি বেশ জেনোঃ–