পাতা:বেণীসংহার নাটক.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२५ বেণীসংহীর নাটক । বন্ধু, ভূত, মিত্র, পুত্র, সৈন্যবল, অম্বুজের সাথ দুৰ্য্যোধনে পাণ্ডুপুত্র নিহত করিবে অচিরাং । কধু —( সভয়ে কান ঢাকিয় ) ও পাপ-কথা, ও অমঙ্গলের কথা মুখে আনবেন না । রাজা –বিনয়ন্ধর । কি আমি বলেচি বল দিকি ? : কধু — বন্ধু, ভৃত্য, মিত্র, পুত্র সৈন্তা-বল, অনুজের সার্থ পাণ্ডুপুত্রে দুর্যোধন নিহত করিবে অচিরাৎ ॥ –এইরূপ বলা মহারাজের উচিত ছিল, কিন্তু তা না বলে’, মহারাজ এর বিপরীত কথাই বলেচেন । রাজা –দেখ বিনয়ন্ধর! ভানুমতী পূর্বের মত আমার সহিত বাক্যালাপ না করে প্রাতেই গৃহ হতে কোথায় বেরিয়ে গেছেন—তাই আমার মন বড়ই উদ্বিগ্ন হয়েছে। এখন ভানুমত যেখানে আছেন, আমাকে তুমি সেইখানে নিয়ে চল। কঙ্কু —এই দিক দিয়ে মহারাজ–এই দিক দিয়ে আসুন। উভয় —(পরিক্রমণ) - কধু –(সম্মুখে অবলেকিন ও চারিদিকে গন্ধ আভ্রাণ করিয়া) দেখুন!