পাতা:বেণীসংহার নাটক.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ২৭ তুহিন-কণশীতল সমীরণে হয়ে বিচলিত। বৃন্তচু্যত শেফালিকা যেথায় হতেছে বিকীরিত, মুগ্ধ বধূগণ্ড-সম আরক্তিম লোএ ফোটে যেথা কুন্দ কত প্রস্ফুটিত, শোভে যেথা চারু শ্যামলতা —এ হেন সে বালোদ্যান—সুশীতল পুষ্প-সুরভিত— --প্রাতঃকাল-রমণীয়—হের তব সম্মুখে বিস্তৃত। আবার দেখুন!— শিশির বিমিশ্র মধু, তাহে পূর্ণ যার অভ্যন্তর রাতে-ফোটা হেন পুষ্প, আছে পড়ি ভূমে নিরন্তর। স্বৰ্য্যকর উদভিন্ন, কমলু-মুকুল-ঘন-বাসে আকৃষ্ট ভ্রমর-বৃন্দ, উড়ি আসি ঝাকে বীকে বসে ॥ রাজা –( চারিদিকে অবলোকন করিয়া ) বিনয়ন্ধর ! দেখ, এই উষাকালে আরও একটি রমণীয়তর ব্যাপার দেখা যাচ্চে । দেখ ৪— ফুটো-ফুটো নলিনীর বিকাশ-উন্মুখ-দল উপান্ত-গবাক্ষ-জাল-দিয়া প্রবিষ্ট যে অলিবৃন্দ—ভানু-করে তাহদের নৃপসম দেয় জাগাইয়া । বিকসিত নলিনীর গর্ভ-শয্যা তারা দেখ পত্নীসহ করে পরিত্যাগ, ঘন-পরিমল-বাসে অলপ স্থচিত করি’ রজে-লিপ্ত নিজ অঙ্গ-রাগ ॥ কষ্ণু —মহারাজ ! ঐ দেখুন ভানুমতী ঐ খানে বসে আছেন,