পাতা:বেণীসংহার নাটক.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক : NA রাজা –(সগৰ্ব্বে) তোমার কোন ভয় নেই। দেখ : কি ফল অসংখ্য সৈন্তে— ব্যাপ্ত যাহে দিক দশ —সমস্ত ধরণী বিকম্পিত ? কি ফল দ্রোণের, কিম্বা কর্ণের অব্যর্থ বাণে —যদি হও তুমি গো চিন্তিত ? শত-ভ্রাতৃ-ভুজ-চ্ছায়ে নিরাপদে তুমি ভীরু আছ রাক্লি-দিবা । কেশরীন্দ্র দুৰ্য্যোধন— তাহার গৃহিণী হয়ে শঙ্কা তব কিবা ? ভানু –নাথ! তুমি নিকটে থাকৃতে আমার কোন শঙ্কার কারণ নেই, কিন্তু তোমার মনস্কামনা যাতে সিদ্ধ হয়, তাই আমার মনের একান্ত ইচ্ছা । রাজা ।—অয়ি সুন্দরি ! আমি যাতে পত্নীর সঙ্গে ইচ্ছা-মত বিহার করতে পাই—এই আমার মনের একমাত্র বাসনা। দেখ — প্রেমে দুলু ঢুলু আঁখি —পদ্ম-শোভা করে যা বিকাশ– লজ্জায় অস্ফুট বাণী, অথবা সে মৃদু-মন্দ হাস, অধর অলক্তাঙ্কিতু, কিম্বা শুষ্ক ব্ৰত-উপবাসে, —মুখ-ইন্দু-শোভা যত —পিতে-চিত্ত সদা ভালবাসে ॥ ( নেপথ্যে মহা কোলাহল ).