পাতা:বেণীসংহার নাটক.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूजैौञ्च अझ । দৃশ্ব —রণক্ষেত্র। বিকৃত-বেশী রাক্ষসীর প্রবেশ । রাক্ষসী :-( বিকট হাস্য হাসিয়া, সপরিতোষে ) রসা-মাংস রক্ত-ধারা জমে’ আছে ঘড়ী-ঘড়া । পিব রক্ত অবিরত, হউক যুদ্ধ বর্ষশত। ( সপরিতোষে নৃত্যু ) সিন্ধু বধের দিনের মত অর্জুন যদি প্রতি দিন এইরূপ ভাবে যুদ্ধ চালান, তাহলে আমার ভাড়ার-ঘর রক্তমাংসে একেবারে ভরে যাবে। (পরিক্রমণ পূর্বক চারিদিক দেখিয়া ) না জানি রুধির প্রিয় এখন কোথায়। আচ্ছ, এই যুদ্ধক্ষেত্রে আমার স্বামী রুধির-প্রিয় কোথায় আছে, একবার খুজে দেখি। ( পরিক্রমণ করিয়া) আচ্ছা, হাক্ দিয়ে একবার ডাকি। রুধির প্রিয়! ও রুধির-প্রিয়! বলি, এই দিকে একবায় এসে তো গা। ( রাক্ষসের প্রবেশ ) রাক্ষস —( ভ্রমণ ) টাটুকী তাজা মাংস, আর বেশ গরম-গরম রক্ত যদি পাই, তাহলে এখুনি আমার সব শ্রান্তি দূর হয়। রাক্ষসী –ওগো রুধির প্রিয় ! রুরিপ্রিয়! বলি, কোথায় তুমি ?