পাতা:বেণীসংহার নাটক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢२ বেণীসংহীর নাটক । অশ্ব।-( দেখিয়া ) একি! পিতার সারথি অশ্বসেন যে ! সারথি ! তুমি কি পাগল হয়েছ ? তুমি ত্রিলোককে রক্ষা করতে পার, তুমি কি না এখন এই শিগুজনের হস্তে রক্ষিত হতে চাচ্চ ? সারথি । -(উঠিয়া সকরুণ ভাবে ) কুমার! এখন আর তোমার পিতা কোথায় ? অশ্ব ।-( আবেগ-সহকারে ) কি ? -পিতা আর নাই ? সারথি ।–নাই, কুমার। অশ্ব —হা পিতঃ ! হা পিতঃ ! ( মূচ্ছিত হইয়। পতন ) সারথি –কুমার ! শান্ত হও, শান্ত হও । অশ্ব। -(সংজ্ঞা লাভ করিয়া উঠিয়া সাশ্র-নয়নে ) হা পিতঃ ! হী পুত্রবৎসল ! লোকত্রয়ের অদ্বিতীয় ধনুর্ধর! তুমিই তো জামদগ্ন্যের নিকট হতে র্তার সমস্ত অস্ত্র লাভ করেছিলে—এখন তুমি কোথায় ? সারথি –কুমার ! শোকাবেগে একেবারে অভিভূত হয়ে না। তোমার পিতা বীরপুরুষোচিত স্বৰ্গ লাভ করেছেন-তুমিও তার মত বল-বীর্য্যের প্রভাবে শোক-সাগর উত্তীর্ণ হয়ে স্থখী হও । অশ্ব -(অশ্রুপাত করিয়া ) সারথি । বল বল ঃ– ভুজ-বীৰ্য্য-মহোদধি এহেন গো পিতা যে আমার তিনিও কেমনে আজি হইলেন নাম-মাত্র-সার ? প্রিয় শিল্য ভীম তার । --বড় ভাল বাসিতেন যারে