পাতা:বেণীসংহার নাটক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8 বেণীসংহায় নাটক । সারথি ।—(অশ্রু মোচন করিয়া) শোনো তবে কুমার – সত্যবাদী যুধিষ্ঠির প্রশ্নোত্তরে বলিলেন “অশ্বখামা” হত, শেষে ধীরে ধীরে “গজ”— এই কথা মুখ হতে হইল নির্গত। পুত্ৰ-প্রিয় তব পিতা বিশ্বাস করিয়া সেই রাজার বচন নয়ন সলিল, শস্ত্র এক সাথে রণ-মাঝে করিলা মোচন ॥ অর্থ –হ তাত ! হা পুত্রবৎসল! কেন আমার জন্য বৃথা জীবন বিসর্জন করলে ? হা ! শৌর্য্য-রাশি ! হা! শিষ্য-প্রিয় ! হা ! যুধিষ্ঠির-পক্ষপাতি ! ( রোদন ) সারথি ।–কুমার ! শোকে অতিমাত্র কাতর হয়ে না । অশ্ব।— মিথ্যা মৃত্যু শুনি মম পুত্ৰ-প্রিয় পিতা ওগো ! বিসৰ্জ্জিলে প্রাণ তুমি অরাতির শরে । তোমা-বিরহিত হয়ে এখনো জীবিত আমি —কেন তব স্নেহ বৃথা এ নৃশংস-পরে ? (মূৰ্ছিত) নেপথ্যে –কুমার ! শাস্ত হও । শাস্ত হও । উদ্বিগ্ন হইয়া কৃপাচার্য্যের প্রবেশ । কৃপ – ধিক্ ধিক্ দুৰ্য্যোধনে অনুজ-সহিত, অজাতশত্রুরে ধিক – ধিক্ আম-সবে —দর্শন করিল যারা যেন চিত্রাপিত, কৃষ্ণা দ্রোণ কেশাকৃষ্ট হইলেন যবে।