পাতা:বেণীসংহার নাটক.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&Ꮙ% বেণীসংহার নাটক । সারথি –কুমার! ঐ দেখ, তোমার মাতুল শারদ্বত তোমার পাশে দাড়িয়ে আছেন। - অশ্ব —(পাশ্বে অবলোকন করিয়া ছল-ছল-নেত্রে) মাতুল ! মাতুল। যেই সৈন্যপতি সাথে রণভূমি মাঝে তুমি করিলে গমন, শুরগণ-মাঝে যিনি সমরের অদ্বিতীয় কণ্ড,নিবারণ, যাহার সহিত তব হাস্ত-পরিহাস কত হ’ত অনুক্ষণ সে তব ভগিনী-পতি , —বল গো মাতুল—তিনি কোথায় এখন ? কৃপ।—বৎস! যা জানার সমস্তই তো তুমি জেনেছ—এখন আর শোকে অভিভূত হয়ে না । অশ্ব।—মাতুল! আমি বিলাপ-ক্ৰন্দন পরিত্যাগ করেচি—এখন আমি পুত্র-বৎসল পিতার অনুগামী হব । কৃপ।-বৎস! তোমার মত ব্যক্তির এরূপ করা অনুচিত। সারথি –কুমার। এরূপ কাজ কোরো না। অশ্ব।—সারথি ! কি বল্পে ? : আমার বিয়োগ-ভয়ে হইলেন যিনি সদ্য পরলোকগামী সেই পুত্র-বৎসল পিতার বিরহ সহি কেমনে গে। আমি ? কৃপ।—যে অবধি সংসারের স্বষ্টি, সেই অবধিই এই লোকাচারও