পাতা:বেণীসংহার নাটক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । &R —আর সেই অবকাশে শিরে তার হল শস্ত্রাস্নাত ? কৃপ।—বৎস! এইরূপই তো লোকের মুখে শোনা যাচ্চে । অশ্ব —তবে কি সেই দুরাত্মা পিতার শিরশেছদন করেচে ? সারথি ।–(সভয়ে ) কুমার! এই তেজঃপুঞ্জ ভূদেবের পরিভবের জন্যই যেন সেই দুরাত্মা ধৃষ্টদ্যুম্ন নব-অবতার হয়ে এসেছিল। অশ্ব —হ তাত ! হা পুত্রপ্রিয় ! এই হতভাগ্যের জন্য শস্ত্র পরিত্যাগ করে সেই ক্ষুদ্রাত্মার দ্বারা কি না শেষে অপমানিত হলে ? অথবা ঃ শোকান্ধ-হৃদয় হয়ে রণ-মাঝে যিনি দেহ-ত্যাগে সমুন্তত ছিলেন আপনি ছেদুক মস্তক র্তার কুকুর বা কাক কিম্বা দ্রুপদ-তনয়, কিম্বা শস্ত্ৰ-ধন-মত্ত দিব্য-অস্ত্রধারী কোন রিপু দুর্বিজয় —তাহার মস্তকোপরি বিন্যস্ত করি গো আমি এই পদদ্বয় ॥ আরে দুরাত্মা পাঞ্চালাধম! শস্ত্ৰ-গ্ৰহ-পরায়ুখ পিতা মোর-সুনিশ্চিত জানি’ র্তাহার মস্তকোপরি - নিৰ্ভয়ে অপিলে তব পাণি ?