পাতা:বেণীসংহার নাটক.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ বেণীসংহার নাটক । কৃপ —ন বৎস, তোমার পরাধীনও হতে হবে না—ব্যাপারটাও নিতান্ত তুচ্ছ নয়। দেখ — ধৃতরাষ্ট্র-সৈন্ত কভু হারায় কি ভীষ্মদেবে কিম্বা গুরু দ্রোণে তব তুল্য সেনাপতি হ’ত যদি নিয়োজিত এই মহা-রণে ? বৎস! তুমি যদি বদ্ধপরিকর হয়ে সমর ক্ষেত্রে অবতরণ কর, ত্ৰৈলোক্যও তোমার গতিরোধ করতে সমর্থ হবে না, তা কি-ছার এই যুধিষ্ঠির সৈন্ত ? তাই মনে হয়, কৌরবরাজ অভিষেক:সামগ্রী সজ্জিত করে’ শীঘ্রই তোমার প্রতীক্ষা করবেন। অশ্ব —এই অপমান-অগ্নি প্রতিহিংসা-সলিলে কখন আমি নিৰ্ব্বাণ করতে পারব, তার জন্য আমি উৎসুক হয়ে আছি—আমার আর বিলম্ব সহ হচ্চে না। আমার পিতার নিধন-সংবাদে কুরুপতি অত্যন্ত বিষগ্ন হয়ে আছেন। র্তাকে এখনি গিয়ে বলি,-আজ আমিই সেনাপতির ভার গ্রহণ করে রণক্ষেত্রে প্রবেশ করব—এ কথা শুনলে তিনি কতকটা আশ্বস্ত হবেন। কৃপ।—ঠিক বলেছ বৎস, এসে আমরা তার কাছে যাই। r ( পরিক্রমণ ) দৃশু—ন্তগ্রোধ তরু-তল। (কর্ণ ও দুৰ্য্যোধন আসীন। ) দুৰ্য্যো –তেজস্ব পুরুষ সবে রিপূহত বন্ধু জন শোক-পারাবারে -