পাতা:বেণীসংহার নাটক.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 o' বেণীসংহার নাটক । শিরচ্ছেদ হয় তার – তবু তিনি স্ত্রীলোকের মত সৰ্ব্ব নৃপ-সন্নিধানে প্রতিকারে হলেন বিরত ॥ অশ্ব —{সক্রোধে কাপিতে কঁাপিতে ) হ্রাত্মন! রাজ-বল্লভ প্ৰগল্‌ভ ! স্থতাধম! অসম্বদ্ধ প্রলাপি! - দুঃখে হোক ভয়ে হোক, না রুধিলা পিতা মোর দ্রুপদ-পুত্রের সে উত্তোলিত পাণি । ভুজ-বলে স্ফীত তুমি —রোধো এবে তব শির, এই দেখ বাম পদ ন্যস্ত করি আমি ॥ (তথা করণার্থ উত্থান ) কৃপ ও দুর্যোধন –গুরুপুত্র ! ক্ষান্ত হও, ক্ষান্ত হও । ( নিবারণ করিয়া ) অশ্ব।—( পদাঘাত ) কৰ্ণ –(সক্রোধে উঠিয়া খঙ্গ আকর্ষণ) ওরে দ্বরাত্মন! ব্রাহ্মণাধর্ম আত্মশ্লাঘি ! - জাতিতে অবধ্য তুমি, কিন্তু যে চরণ তব এবে উত্তোলিত - –এই খড়েগ ছিন্ন হয়ে ভূতলে এখনি দেখ হবে নিপতিত ॥ । অশ্ব।—ওরে মূঢ়! জাতির জন্ত যদি আমি অবধা হয়ে থাকি, এই দেখু আমি জাতি ত্যাগ করঢ়ি। (যজ্ঞোপবীত ছেদন ও পুনৰ্ব্বার সক্রোধে )