পাতা:বেণীসংহার নাটক.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ৭৩ ও যদি সেনানী হয়, রুষ্ট ভীমাৰ্জুন হতে মহাভয় হইবে যখন রণে যেন মহারাজ ওই প্রিয় সখারেই সে সময়ে করেন স্মরণ ॥ ( খড়গ পরিত্যাগ ) কৰ্ণ -(হাসিয়া) তোমার মত বীরপুরুষের অন্ত্র পরিত্যাগ করলেই বা কি ?—না করলেই বা কি ? যতক্ষণ অস্ত্র ধরে মোর এই ভীম করতল ততক্ষণ অপরের অস্ত্র ধরি’ নাহি কোন ফল । সাধিতে যা’ মোর অস্ত্র হয় গো অক্ষম । বল তো, কে পারে তাহা করিতে সাধন ? নেপথ্যে —আরে দুরাত্মন! দ্রৌপদী-কেশাকর্ষণকারী মহাপাতকি । ধৃতরাষ্ট্র-পুত্ৰাধম! অনেক দিনের পর আজ তোকে সম্মুখে পেয়েছি—ওরে ক্ষুদ্র পশু ! তুই কোথায় যাস ? : আর, পাণ্ডব-বিদ্বেষী ধনুর্ধারী মহামানী কর্ণ দুৰ্যোধন সোঁবল প্রভৃতি বীরগণ, তোমরাও শ্রবণ কর – যেই নীচ নর-পশু পাঞ্চাল-নন্দিনী-কেশ - করে আকর্ষণ, ' পরিধান-বস্ত্র তার নৃপতি-গুরু-সন্মুখে করয়ে হরণ, o