পাতা:বেণীসংহার নাটক.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বেণীসংহার নাটক। যার হৃদয়ের রক্ত করিব গো পান বলি? করেছিমু প্রতিজ্ঞা তখন —এ মম ভুজ-পঞ্জরে সে আজিকে হয়েছে পতন ; কৌরব তোমরা সবে তারে এবে করহ রক্ষণ ॥ সকলে –( শ্রবণ ) অশ্ব —ওগো ! অঙ্গরাজ ! সেনাপতি । জামদগ্ন্য-শিষ্য ! দ্রোণেtপহাসি —যার ভুজবলে ত্রিলোক রক্ষিত—দেখ, এখন আসন্ন কাল উপস্থিত—এইবার ভীমের হস্ত হতে দুঃশাসনকে রক্ষা কর দিকি । কর্ণ।-আঃ ! আমি জীবিত থাকৃতে, কার সাধ্য যুব-রাজের ছায়াকেও আক্রমণ করে ? যুবরাজ ! ভয় নাই, ভয় নাই, আমি যাচ্চি। (প্রস্থান ) { ( নেপথ্যে কোলাহল ) অশ্ব –(সম্মুখে দেখিয়া ) মাতুল ! হা ধিক্ ! কি কষ্ট ! পাছে ভ্রাতার প্রতিজ্ঞাভঙ্গ হয় এই ভয়ে অর্জুন দুর্নিবার শরবর্ষণ করতে করতে কর্ণ ও দুৰ্যোধন উভয়েরই পশ্চাতে ধাবমান। হায় হায়! ভীম এইবার বুঝি দুঃশানের রক্ত পান করলে— দুৰ্যোধন-অমুজের এই বিপদ আমি আর নিশ্চিন্ত হয়ে দেখতে পারচিনে—এখানে সত্য-ভঙ্গ দোষের নয়—মাতুল ! শস্ত্র-শস্ত্র। সত্য হতে মিথ্যা শ্রেয় ; স্বরগ নরক হোক্‌ —যা হবার ইউক এখন