পাতা:বেণীসংহার নাটক.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ● বেণীসংহার মাটক । দুৰ্য্যো।--ধিক্ সারথি । রথের প্রয়োজন কি ? পদব্রজেই শত্রসৈন্তের মধ্যে গিয়ে দুৰ্য্যোধন আজ সমস্ত শক্র বিনাশ করবে, আমি কেবল গদামাত্র হস্তে লয়ে সমর-ক্ষেত্রে অবতরণ করব ৷ সারথি —মহারাজ ! আপনি তা পারেন—সে বিষয়ে কোন সন্দেহ নেই। দুৰ্য্যো –তা যদি হয়, তুমি এরূপ কথা বলুচ কেন ? দেখু – বালক সে স্বভাবতঃ চঞ্চল-প্রকৃতি করিল একটা কাজ– এবে তার প্রতি অস্ত্র উত্তোলন করি’, সমক্ষে আমার পাপাত্মা সে করিতেছে পাপ-বু্যবহার —এ সময়ে তুমি কি না কর নিবারণ ? নিরখিয়। এইরূপ পাপ-আচরণ হয় নাকি ক্রোধ তব, দয়া এক রতি ? একটু না হয় লজ্জা তোমার সারথি ? সারথি ।—( সকরুণ ভাবে পদতলে পতিত হইয়া ) মহারাজ ! এখন তবে নিবেদন করি, সেই দুরাত্মা হতভাগা বৃকোদর তার প্রতিজ্ঞ সম্পূর্ণরূপে পালন করেছে—তাই আমি ঐরূপ বলছিলেম । দুৰ্য্যো –(সহসা ভূতলে পতন ) হ' ভাই! দুঃশাসন ! আমার আজ্ঞাক্ৰমেই তুমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলে—হ অদ্বিতীয় বীরপুরুষ! আমি যখন শৈশবে তোমাকে কোলে নিতেম, তুমি কি চাঞ্চল্যই প্রকাশ করতে—হা অরাতি-গজবৃন্দকেশরি! হা যুবরাজ ! কোথায় তুমি ?-উত্তর দেও। (মূচ্ছিত, পরে সংজ্ঞা লাভ করিয়া নিশ্বাস ত্যাগ করিয়া)