বিষয়বস্তুতে চলুন

পাতা:বেণীসংহার নাটক.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sa বেণীসংহার নাটক । তাপিচ ঃ– ধুর্জটি করিলা যৰে ত্রিপুরে দহন, প্রীত হয়ে দুর্গ তাহ করেন দর্শন । অসুর-বধুরা সবে “একি হল” বলি’ দেখে ভয়েতে বিহ্বল, দেখেন করুশ ভাবে শান্তচিত্ত তত্ত্বসার মহর্ষি সকল, সম্মিত দেখেন বিষ্ণু ; আকৰ্ষিয়া অস্ত্র-শস্ত্র দৈত্য-বীরগণ —প্রশমিয়া বধূর উদ্বেগ– সগৰ্ব্বে মাভৈ বলি’ করয়ে দর্শন, —দেবের সানন্দ মনে —এ হেন ধুর্জটি তোমা করুন রক্ষণ ॥ সূত্ৰধারের প্রবেশ। পুত্ৰধার।-অতি প্রসঙ্গে প্রয়োজন নাই। ভারত নামেতে যেই অমৃত-আখ্যান শ্রবণ-অঞ্জলীপুটে সবে করে পান, তার রচয়িতা যেগো কৃষ্ণ দ্বৈপায়ন, আমি করি এবে তার চরণ বন্দন। (চারিদিকে অৰলোকন করিয়া) এই পরিষদের মহামান্য অগ্রগণ্য সুধীবর্গের নিকট আমার কিছু নিবেদন আছে –