পাতা:বেণীসংহার নাটক.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । br@ ধুলি-জালে, এবং অসংখ্য গজ-বৃন্দের পতন-সমুদ্ভুত ঘন-ঘোর অন্ধকারে উভয় সৈন্তই অন্ধীভূত হল। উভয়ে।—তার পর, তার পর ? সুন্দ।—তার পর মহারাজ, সেই অন্ধকারের মধ্যে দূরাকৃষ্ট ধনুকের টঙ্কারোখিত গম্ভীর ভীষণ শব্দ প্রলয়-মেঘের গর্জন বলে মনে হতে লাগল। দুৰ্য্যো ।—তার পর ? সুন্দ।—তার পর মহারাজ। উভয় সৈন্ত পরস্পরের প্রতি, সিংহনাদে গর্জন করতে লাগল। বীরগণের পরিহিত লৌহকবচে বিবিধ অস্ত্রসমূহ নিপতিত হয়ে তা হতে যেন বিদ্যুচ্ছটা বিস্ফুরিত হতে লাগল। চাপ-জলধর হতে সহস্রধারে শরধারা বর্ষণ হতে লাগল। এইরূপে রণ-দুৰ্দ্দিন দুদর্শন হয়ে উঠল। দুৰ্য্যে — তার পর—তার পর ? - মুন্দ।—তার পর মহারাজ, ইতিমধ্যে অর্জুন, জ্যেষ্ঠ ভ্রাতার পাছে পরাভব হয় এই আশঙ্কায়, সেই দিকে তার সেই বানরধবজ রথ ধাবিত করলেন ; রথের অশ্বগণ বজ্ৰ-গর্জনে হ্ৰেষারব করতে লাগল, বাসুদেব শঙ্খচক্ৰগদাদি-লাঞ্ছিত চতুভুজমূৰ্ত্তি ধারণ করে অশ্ব-চালনায় ব্যাপৃত হলেন—আর পাঞ্চজন্ত দেবদত্ত প্রভৃতি শঙ্খ নিনাদিত হয়ে দশদিক প্রতিধ্বনিত হতে লাগল। দুৰ্য্যো ।- তার পর—তার পর ? সুন্দ।—তার পর, ভীমসেন ও ধনঞ্জয় পিতাকে আক্রমণ করেছে দেখে, কুমার বৃষসেন ব্যস্ত-সমস্ত হয়ে, শিরঃ-স্থলিত মুকুট পরিত্যাগ করে’, কঠিন ধনুগুণ আকর্ণ আকর্ষণ করে, আর দক্ষিণ