পাতা:বেণীসংহার নাটক.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲレ” বেণীসংহার নাটক । বর্ষণ করতে লাগলেন। কুমার বৃষসেনও, পরিজনোপনীত অন্ত রথে আরোহণ করে আবার ধনঞ্জয়ের প্রতি আক্রমণে প্রবৃত্ত হলেন। আর এইরূপ বলতে লাগলেন –ওরে পিতৃতিরস্কার-মুখর, মধ্যম পাণ্ডব ! আমার এই বাণ-সকল তোর শরীর ছাড়া আর কোথাও পড়বে না—এই কথা বলে’ সহস্ৰ সহস্র শরে পাওব-শরীর আচ্ছন্ন করে’ সিংহনাদে গর্জন করতে লাগলেন। দুৰ্য্যো –(সবিস্ময়ে) অহো ! মুগ্ধস্বভাব বালকের কি পরাক্রম — তার পর, তার পর ? সুন্দ —তার পর মহারাজ, ধনঞ্জয় সেই শত সহস্র শর অঙ্গ হতে ঝেড়ে ফেলে, রথের উৎসঙ্গ-দেশ হতে, কনক কিঙ্কিণীজাল-ঝঙ্কারিণী, মেঘ-মুক্ত নভস্তলের ন্যায় নির্মলা, শানিতশু্যামল-মিঞ্চমুখী, বিবিধ-রত্ন-প্রভা-সমুজ্জ্বলা, ভীষণ রমণীয়দর্শন একটি শক্তি গ্রহণ করে, উপহাস-সহকারে, কুমারের অভিমুখে নিঃক্ষেপ করলেন । দুৰ্য্যো –(সবিষাদে ) ওহোহো ! সুন্দ –তার পর মহারাজ, সেই প্রজ্বলন্ত শক্তিকে দেখে, অঙ্গ রাজের হস্ত হতে শর-সমেত ধনু, হৃদয় হতে বীর-স্থলভ সাহস, নেত্র হতে অশ্রুজল, মুখ হতে হাসি একেবারে স্থলিত হয়ে পড়ল। ধনঞ্জয় হাসতে লাগলেন, বৃকোদর সিংহনাদ ছাড়তে লাগলেন—কুরু-সৈন্তগণ “সৰ্ব্বনাশ হল, সৰ্ব্বনাশ হল” এই বলে চীৎকার করতে লাগল। দুৰ্য্যো –(সবিষাদে ) তার পর, তার পর ? স্থল।—তার পর মহারাজ, কুমার বৃষসেন, শানিত “ক্ষুরপ্র” বাণ