চতুর্থ অঙ্ক । b*。 অাকৰ্ণ আকর্ষণ করে, অনেক ক্ষণ ধরে সন্ধান করে’—ভগবান ত্ৰিলোচন ভাগীরথীকে অৰ্দ্ধপথে যেরূপ ত্রিধা করেছিলেন,— তিনিও সেইরূপ শক্তিকে ত্রিখণ্ড করে ফেল্লেন । দুৰ্য্যো –সাধু বৃষসেন সাধু!—তার পর, তার পর ? সুন্দ।—তার পর মহারাজ, ইতিমধ্যে বীরের মহা-কোলাহল করে সাধুবাদ দিতে লাগল, সমর তুরী নিনাদিত হতে লাগল, সিদ্ধ চারণের পুষ্প বিকীর্ণ করে সমরাঙ্গন আচ্ছা দন করে ফেল্পে । ছর্ষ্যো –আহে!! বালকের কি অদ্ভূত পরাক্রম –তার পর, তার পর ? স্বন্দ –তার পর মহারাজ, প্ৰভু অঙ্গরাজ এই কথা বল্লেন ; “ওগো বৃকোদর ! তোমার আমার যুদ্ধ-ব্যাপার এখনও তে। শেষ হল না। এখন যদি তোমার অনুমতি হয়, তো আমার পুত্রের ও তোমার ভ্রাতার ধনুর্বিদ্যার শিক্ষা-নৈপুণ্য একটু দেখা যাক। এই যুদ্ধ তোমারও দর্শন-যোগ্য । তার পর ভীমসেন ও অঙ্গরাজ মুহূর্তের জন্য যুদ্ধে বিরত হয়ে অর্জুন ও বৃষসেনের যুদ্ধ দেখতে লাগলেন। জুৰ্য্যো।—তার পর, তার পর ? স্বনা।--তার পর মহারাজ, শক্তি খণ্ডিত হওয়ায়, অর্জন ক্রুদ্ধ হয়ে এইরূপ বল্লেন —“ওরেরে দুৰ্য্যোধন-প্রমুখ -(অৰ্দ্ধোক্তি করিয়া লজ্জিত ) ছর্য্যো –সুন্দরক ! বল, তাতে দোষ নেই—ও তে অন্যের কথা । স্কন –গুমুন মহারাজ ! “ওগো দুর্যোধন-প্রমুখ, কৌরব-সেনাপতিগণ ! ওগো অবিনয়-নদীর কর্ণধার কর্ণ। তোমরা
পাতা:বেণীসংহার নাটক.djvu/৯৬
অবয়ব