পাতা:বেণু ও বীণা.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆஅககு পথে । আমার ধূলায়—এত ঘৃণা ;– আর তুই ধূলা মেখে, গাড়ী খান পথে দেখে, ধরিলি আমারে এসে কিনা ! আশ্রয় লইলি মোর কোলে, ওরে, তোর নাহি ভয়, ভয়ের এ ঠাই নয়, ধূলা দেছ,—মারিব তা’ ব’লে ? শোন ওরে পথের বালক, দূরে চলে গেছে গাড়ী, এই বেলা তাড়াতাড়ি বাড়ী যা রে, থাকিতে আলোক । চলে গেছে, যাক্—বাচা গেল ; আশ্রয় দিলাম তা’রে, সে বেশ ধুতির পরে— চিহ্ন এক রেখে গেল কাল । সত্য কথা বলিতে কি ভাই, ধূলা দেখে হ’ল রোষ ; কিন্তু তা’র—কিবা দোষ ? পথই তা’র খেলিবার ঠাই । bున