পাতা:বেণু ও বীণা.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণ ©~

দরিদ্রের শিশু সে যে হায়, কোথায় আঙিনা তা'র নাচিবার—খেলিবার ? পথে খেলে, ধূলা মাখি’ গায়। বিশ্বগ্রাসী, ওগো, ধনী দল ! দরিদ্রের সকলি ত’— করিয়াছ কবলিত, পথ মাত্ৰ আছিল সম্বল,— ছেলেদের খেলিবার স্থান ; তা’ ও সহিল না অার, তা' ও কর অধিকার ? গাড়ী, ঘোড়া, আনি নানা যান । বিভীষিকা দেখায়ে এ সব—- ইচ্ছা কি দরিদ্র দলে, পাঠাইতে রসাতলে ?— ধনহীন—নচে কি মানব ?