পাতা:বেণু ও বীণা.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి(t বেণু ও বীণা ৷ (oy ‘কুস্থানাদপি? স্বাগত, স্বাগত, বীরাঙ্গনা ! তুমি কর ভাব-উপদেশ ; সোনা সে সকল ঠাই সোনা, যাই হ’ক পাত্র, কাল, দেশ । পীড়া পেলে পথের কুকুর, হ ও তুমি কাদিয়া বিব্রত ;— বাথ তার করিবারে দূর, প্রাণ ঢেলে সেবি’ছ নিয়ত ! উঠিছে সে শ্বসিয়া, শ্বসিয়া, উদ্ধমুখ উদগত নয়ন ; শ্বসিয়া—ধবসিয়া পড়ে হিয়া— তোমার’ যে তাহারি মতন । হাসে লোক কান্না তোর দেখে, ক্ষুণ্ণ-দৃষ্টি—উত্তর তাহার ! এত দিন কিসে ছিল ঢেকে— এ হৃদয়—উৎস মমতার ? SS)