পাতা:বেণু ও বীণা.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্রুব । খটের ধারে, বাতাসে তুলড়ল, দেখেছিলাম একটি ছোট ফুল ,— রবির আলোয় আলাদে আকুল । চটুল চোখে তারার মত চায়, হাত-লোভান, মন-মজান তা’য়, খটের ধারে ছুটেছিলাম, হায় । কত চড়াই, কত না উতরাই, তবু ও তা’র নাগাল নাহি পাই, ছিন্ন আঙল, আকুল চোখে চাই ; - এই সে দেখি, মায় না দেখা আর,— ওই সে পুনঃ, এমনি বারে বার, এমনি ক’রে কাছে গেলাম তা’র। খাড়া পাহাড়,— ফাটলে তা’র ফুল, শিলার ফাকে বাধিয়ে দে’ আঙল,-- বাড়াই বাহু—আবেগ সমাকুল'। > oこ