পাতা:বেণু ও বীণা.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ O” হঠাৎ—বায়ু বইল ঝুরুঝুরু, হৃদয় তলে বিষম গুরুগুরু, নিখিল যেন তুলছে তরুক্কুরু ! গাছ দেখিনে, শুধু গাছের মূল,— সাপের মত ঝুলিয়ে দে লাঙ্গুল— গিরির গায়ে ঘুমেই ঢুলঢুল। শুইয়া পড়ি—ঝুকিয়া পড়ি ধীরে, পাইনে নাগাল,—রক্ত নামে শিরে, নিম্নে তিমির, শিলায় দেহ চিরে । এবার বুঝি ঠেক্লরে আঙুল ! হঠাৎ—একি !—প’ড়ল খসে ফুল,—— খটের তলে, বাতাসে ঢুলঢ়ল । > 6 లి (G)