পাতা:বেণু ও বীণা.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>○ বেণু ও বীণা ৷ قي صحتصحح صحتكامنة তিলক দান । স্নান সারি’ সকাল সকাল, মিঠায়ে ভরিয়া ছোট থাল, আপনি চন্দন ঘসি', চারি বছরের ‘উষী’ ফোটা দিল, হাসি এক গাল । দিদি এল পিঠে ভিজে চুল, উষা-স্নানে শীতল আঙুল, স্নেহের গৌরবে তা’র, মুখে শ্ৰী ধরে না আর, ম৷ বলিয়া মনে হয় ভুল ! কাৰ্ত্তিকের প্রভাত বাতাস এখন’ ছাড়িছে হিম-শ্বাস,— চন্দন-পরশ, শিরে, জাগায় সে ফিরে, ফিরে, জাগায় সে মেহের আভাস ।