পাতা:বেণু ও বীণা.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ இ-கு আছি মোরা দুয়ারে দাড়ায়ে, পূর্ণ পথ—ছোট বড় ভায়ে ; —আকুল তৃষিত চোখে, মলিন—বয়সে শোকে, মুখ পানে কে গেল তাকায়ে ? জড়সড়—ণীতে করি’ স্নান, পরিধান—ধুতি পিরিহান, धुञ्रक•–बङ्गशैन,– কোথা যাও হে প্রাচীন ? তুমিও কি মোদেরি সমান ?— বর্ষীয়সী ভগিনীর গৃহে, চলেছ কি স্নেহের আগ্রহে ? অথবা, অভ্যাস বশে, অতীত মৃতের দেশে, খুজিয়া ফিরি’ছ সেই স্নেহে ? এস, এস, মোদের পুলক— পুনঃ তোমা’ করিবে বালক ! ক্ষুধিত ললাটে তব— মোরা দিব—মোরা দিব ;– মেহদান—চনদন-তিলক । {} >>8