পাতা:বেণু ও বীণা.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ලං===O দিন কত খুব ধূমধামে— কাটে কাল, আমোদে হেলায়, অট্টহাসি যেথায় ত্রিযামে, সেথা হ’তে কমলা পলায় । সম্পত্তি বিস্তর গেল তা’র ; মরে গেল পুত্র দু'টি হায়, পত্নী গেল—ঘুচিল সংসার । “ঋণগ্ৰস্ত, বুদ্ধ, অসহায়, পুলঙ্গীন. সম্পদ-বিলীন,— প্রতিবাসী—হেন তুর্দশায়, ফিরে নাহি দেখে একদিন । গঙ্গা স্নানে যদি কন্তু যাই,— রুগ্ন আমি, ঘটেন প্রত্যহ,— সমুখে যা’ পায়—লর তাই, বলিবার নাহি মোর কেহ ; " বলিলে মারিতে আসে সব, নহি তবু তাদের প্রত্যাণী, ,চোর হ’য়ে আছি কি যে ক’ব এমনি সুজন প্রতিবাসী ! "

)వరి