পাতা:বেণু ও বীণা.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বেণু ও বীনা।

অপূর্ব্ব সৃষ্টি।

স্বধর্ম্মে স্থাপিলা সবে সৃষ্টিরে বিধাতা,
(প্রতাপে তপনে যথা,) অদৃষ্ট আসিয়া
নিভৃতে মদনে ডাকি' কহিল বারতা;
বাহিরিল চুপে চুপে দু'জনে হাসিয়া।

কুহেলি' সৃজিয়া তা'রা মাথায় তপনে,
তপন হিমাংশু হ'ল; হেথা পুনরায়
নৈশ মেঘে চন্দ্র-ধনু রচিল গোপনে;
কেবা সূর্য্য-–চন্দ্র কেবা—চেনা হ'ল দায়!

শুধু তাই নয়, রৌদ্র সৃজিয়া শশীর,
পূর্ণিমার শুক্ল মেঘে করিল স্থাপন;
বিরহে মিশায়ে দিল স্মৃতি পিরীতির,
মিলনে কল্পিত ভেদ করিল রোপণ!

শাপ দিলা অন্তর্যামী অদৃষ্ট-মদনে,
'প্রভু হ'য়ে হ'বে দাস মানব সদনে।”

১২৫