পাতা:বেণু ও বীণা.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ رج حتحت صحتهرچ ‘বাতাসী-মা’র দেশ । তুলোর মত পাখার ভরে, কোন স্কুলের বীজ উড়েছে ? কোন দেশেতে জনম লভি’ কোন বিজন গায় ছুটেছে ? ছেলেরা মেই ধরিতে ধায়, অমনি উঠে বাতাসে, হায়, কেউ বলে সে চাদের সুতো হাওয়ার স্রোতেই লুটেছে ! কেউ বলে ও বাতাসী মা’র কোন বিজন গায় ছুটেছে। সবাই মিলে উঠলো ব’লে শেষ, আমরা যাব বাতাসু মা’র দেশ ! দেশে লোক স্বপন ভরে, বাতাসে বীজ বপন করে, >ミや