পাতা:বেণু ও বীণা.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ @...ശ്ര বাতাসে হয় সোনা-ফসল, সোনার চেয়ে দেখতে বেশ ! আজকে মোরা সেই দেশেতে যা’ব, অাজকে দা’ব বাতাসী মা’র দেশ ! তুলোর মত লঘু পাখায়. বায়ু ভরে বাজ উড়ে যায়, বায়ু মাঝে বপন, রোপণ, বায়ার মাঝে ফসল শেষ । অাজকে মোরা সেই দেশেতে যাব, আজ যাব রে বাতাসী মা’র দেশ !