পাতা:বেণু ও বীণা.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ట్రై-పాడావాa=-gు পথহারা । আকাশ পানে চেয়েছিলাম, ছিলাম করজোড়ে, একটা কিছু মনের মাঝে তুলেছিলাম গ’ড়ে ; আকাশ পানে চেয়েছিলাম, স্বাতীর জলে নেয়েছিলাম ! হর্ষে ছিলাম, হঠাৎ চোখে পড়ল ধূলা এসে, ছায়াপথটি হারিয়ে গেল,—অশ্রুজলে ভেসে । দেখি,—প্রথম পারিনিত চাইতে কোন’মতে,— ছায়াপথটি হারিয়ে গেছে সাদা মেঘের স্রোতে ; আকুল হ’য়ে দিক্‌ তুলেছি, বুকের মাঝে গোল তুলেছি, কে—ছায়াপথ চিনিয়ে দেবে, ছিনিয়ে ছায়া হ’তে ? পরাণ-পার্থী—ফিরবে কিরে মেঘের রচা পথে ? কে জ্যোতিপথ দেখা’বে হায়, দিব্য-রথে ল’য়ে ? ভেসে যাবে মেঘের ফেণী কোন সে বাতাস ব’য়ে ? ১৩৩