পাতা:বেণু ও বীণা.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ @=g নক্ষত্র জানিত যদি গান, ভাবিতাম গাহিতেছে তারা ; বাণীর বীণার মধু তান ! অমরার—অমৃতের ধারা ! তারার পরশ বুঝি পাও,—তাই গাও হ’য়ে আত্মহারা! আখি কতৃ দেখেনি তোমায়, হে অনন্ত-আকাশ-বিহারী ! ফের’ তুমি তারায়, তারায়,— পক্ষ্ম যেন আঁখির পলকে,—আঁখির পলকে ঘা ৪ সরি’ । বড় সাধ, শিশুকাল হ’তে, হে সুকণ্ঠ | চিনিতে তোমায় ; পাইনি সন্ধান কোন মতে, পাইনি তোমার পরিচয় ; কত জনে সুধায়েছি নাম,—বলিতে পারে না কেহ, হায়! সুধায়েছি কবিজন পাশে, সুধায়েছি কৃষক-বধুরে ; কেহ শুনি’ অন্তরালে হাসে, কৈহ হায় চলে যায় দুরে ; কোন দেশে জনম তোমার ? কিবা নাম—কে বলিবে মোরে? Ꮌ88